ক্রীড়া ডেস্ক ॥ ২০১৩ সালের বাংলাদেশ গেমসে পারেননি ফটো ফিনিশিংয়ে। নাজমুন নাহার বিউটি জিতেছিলেন বাংলাদেশ গেমসের সোনার পদক। আট বছর পর শিরিন আক্তার সেই আক্ষেপ ঘোচালেন। ১১.৬০ সেকেন্ড নিয়ে তিনি প্রথম বারের মতো বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হলেন। এনিয়ে ১২তম বারের মতো সেরা হলেও গেমসের প্রথম হওয়াকে বিশেষভাবে দেখছেন শিরিন, ‘এটা আমার ১২তম বারের মতো দ্রুততম মানবী হওয়া (সামার, জাতীয়সহ)। গেমসে প্রথম। সেবার বিউটি আপুর সাথে পারিনি। এবার পারলাম। বাংলাদেশ গেমস কবে হয় আবার নিশ্চয়তা নেই। হয়তো বা এটাই শেষ বাংলাদেশ গেমস আমার।’ শিরিনে বর্তমানে বয়স ২৭ বছর। বাংলাদেশ গেমস দুই বছর পর পর হওয়ার কথা থাকলেও আট-এগারো বছর ব্যবধানে হয়েছে। দ্রুততম মানবও বাংলাদেশ নৌবাহিনীর। ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীকে স্বর্ন এনে দিয়েছেন ইসমাইল হোসেন। বাংলাদেশ গেমসে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পেরে খুশি তিনি, ‘আমি সর্বশেষ দ্রুততম মানব ছিলাম। নিজের অবস্থান বজায় রাখতে পারায় সন্তুষ্ট।’ গেমসের আকর্ষণীয় এই ডিসিপ্লিনে পুরস্কার প্রদান করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি লকডাউন সময়ে গেমসের অবস্থান সম্পর্কে বলেন, ‘প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা সেভাবে সিদ্ধান্ত দিতে পারছি না। আগামীকালের মধ্যে অনেক ডিসিপ্লিন শেষ হচ্ছে। আমরা গেমস চলমান রাখার প্রস্তুতি নিয়ে রাখছি।’
Leave a Reply