বিদেশ ডেস্ক ॥ এবার ইরান ও পাকিস্তান একজোট হয়ে ওমান সাগর ও পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাচ্ছে। দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ নৌমহড়ার মুখপাত্র রেজা শেইবানি। তিনি বলেন, ‘দুই দেশ সাগরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতাও প্রদর্শন করছে এর মাধ্যমে।’ এদিকে, এই মহড়ায় ইরানের আলবুর্জ ডেস্ট্রয়ার, একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ ও একটি সামরিক হেলিকপ্টার অংশ নিচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের নৌবহর এতে যোগ দিয়েছে। এই নৌবহরে দু’টি যুদ্ধজাহাজ রয়েছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল ইরানের বন্দর আব্বাসে নোঙর করে পাকিস্তানের একটি নৌবহর। সোমবার পাকিস্তানের নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল খান মাহমুদ আসিফ বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জাফর তাজাক্কুরের সঙ্গে বৈঠক করেছেন।
Leave a Reply