স্বরূপকাঠী প্রতিনিধি ॥ বন্ধুর শ্বশুরের দোয়া অনুষ্ঠান থেকে দশ হাজার টাকা চাঁদাবাজীর অভিযোগ উঠেছে ইমরান ফরায়েজির বিরুদ্ধে। স্বরূপকাঠীর সারেংকাঠী ইউনিয়নের উত্তর করফা গ্রামের সুমন মিয়ার বাড়িতে এ ন্যাক্কারজনক চাঁদাবাজীর ঘটনা ঘটে। গত বৃহষ্পতিবার রাত ১২ টায় মিজানুর রহমানের ছোট ভায়রা পলাশের ইন্দেরহাটস্থ বন্ধু ইমরান ফরাজি তার থেকে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে দশ হাজার টাকার বিনিয়ম দোয়া অনুষ্ঠানে ঝামেলা না করার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠান শেষে পূণরায় দশ হাজার টাকা দাবী করায় বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায়। গেল শুক্রবার মিজানুর রহমান তার শ্বশুরের দোয়া অনুষ্ঠান সম্পন্য করার পর মিজান ও পলাশের সাথে পূর্ব ঝামেলা নিয়ে বৈঠকে বসলে ইমরান তাদের কাছে আরও দশ হাজার টাকা দাবী করলে বিষয়টি প্রকাশ পায়। এবিষয়ে ইমরান ফরাজিকে জনসমাজে অপমানিত করার পরও এই চাঁদাবাজ পিছনে বসে সাশিদারদের নানান বাজে মন্তব্য করায় যুবলীগ কর্মীরা ইমরানকে ধরার জন্য তার বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে গেলে পালিয়ে যায় ইমরান। এবিষয়ে সালিশ বৈঠকে বসা একাধীক সালিশ জানান, বিএনপির এই বোমারু আর এক যুবদল নেতার মাধ্যমে আমাদের কাছে ক্ষমা চান এবং বৃহষ্পতিবার চাঁদা বাবদ নেয়া দশ হাজার টাকা ফেরৎ দেয়ার জন্য উদগ্রীবতা প্রকাশ করেন।
ইমরান ফরাজী ১৯৯৬ সালে বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার সময় বিএনপির হয়ে বোমা ফাটাতে গিয়ে তার হাত পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের একাধীক নেতা। সে বিএনপির ক্যাডার হয়েও বর্তমানে আওয়ামীগের কতিপয় লোকজনের সাথে মিলে নেতাদের তোষামদি করে ইন্দেরহাট ম্যাক্সি স্টান্ডে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজী করে চলছে। তার ব্যাপারে পরিবহন চালকরা বলেন, ইমরান ফরাজি আমাদের সংগঠনের সভাপতি। তাকে টাকা না দিয়ে রাস্তায় গাড়ী চালানো যায় না। সে মাদক সেবন করে কাকে কখন কি বলে তার কোন ব্যালেন্স নাই।
Leave a Reply