ক্রীড়া ডেস্ক ॥ কোয়ার্টার ফাইনালের ২য় লেগে হেরেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি, চেলসি। ২য় লেগে হোম ম্যাচে বায়ার্নের কাছে ১-০ গোলে হারে পিএজজি। তবে, প্রথম লেগে ৩-২ গোলের জয়ে ৩-৩ অ্যাগ্রিগেটে অ্যাওয়ে গোলের সুবিধায় সেরা চারে নেইমার-এমবাপ্পেরা। অন্য ম্যাচে পোর্তো ১-০ গোলে হারিয়েছে চেলসিকে; ১ম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় সেরা চার নিশ্চিত হয়েছে ইপিএল জায়ান্টদের। পিএসজির মাঠ পার্ক দ্যো প্রিন্সেসে মিনি আপসেট ঘটানোর টেকনিক নিয়েই ম্যাচ শুরু করে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্ল্যান মাঠে এক্সিকিউটও করেছে বাভারিয়ানরা। ম্যাচের ৪০ মিনিটে এরিক মেক্সিম চুপো মটিংয়ের গোলে লিড নেয় গেস্ট টিম বায়ার্ন। অ্যাওয়ে ভেন্যুতে রাজত্ব করেছে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। শেষ অবধি অরক্ষিত হতে দেয়নি নিজেদের রক্ষণ। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা শেষ ২৪ ম্যাচে এবারই হোমে স্কোর করতে পারেনি পিএসজি। গেলবারের ফাইনালে বায়ার্নে পুড়েছিল পিএসজির ইউরোপ সেরার ট্রফি জয়ের স্বপ্ন। হোম গ্রাউন্ডে ফার্স্টহাফে পিছিয়ে পড়লেও বোয়াটেং, আলাবা, হার্নান্দেজদের আর কোন সুযোগ কাজে লাগাতে দেয়নি প্যারিসিয়ানরা। ১ম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকায় ৩-৩ এগ্রিগেটে অ্যাওয়ে গোলের সুবাধে সেমিফাইনাল নিশ্চিত হয় পিএসজির। অন্য ম্যাচে নিউট্রাল ভেন্যু সেভিয়ায় পোর্তোর কাছে হোচট খেয়েছে চেলসি। ম্যাচ শেষের ইনজুরি সময়ে ছিপেলা গোমেজের গোলে ১-০ তে জয় পায় পর্তুগিজ ক্লাব পোর্তো। প্রথম লেগে ২-০তে এগিয়ে থাকায় ২-১ এগ্রিগেটে সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্যা ব্লুজ।
Leave a Reply