ক্রীড়া ডেস্ক ॥ দিন যত গড়াচ্ছে ততই উচ্চকিত হচ্ছে পিএসজি তারকা কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন। তবে তাকে ধরে রাখতে মরিয়া প্যারিসের দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো। ফরাসি ফরোয়ার্ডকে ক্লাবে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দিলেন তিনি। ২০২২ সালের জুনে শেষ হবে পিএসজির সঙ্গে ২২ বছর বয়সী এমবাপের চুক্তির মেয়াদ। একই সময়ে চুক্তির মেয়াদ শেষ হবে দলটির আরেক তারকা নেইমারেরও। ক্লাবের সঙ্গে তাদের চুক্তি নবায়নের বিষয়টি এখনও ঝুলে আছে। এমবাপেকে ঘিরে যেমন তার রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে নিয়মিত খবর বের হয়, তেমনি নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়েও গুঞ্জন শোনা যায়। একটি স্প্যানিশ রেডিওর ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে এ ব্যাপারে জানতে চাওয়া হয় পচেত্তিনোর কাছে। জবাবে দুজনকেই ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আর্জেন্টাইন কোচ। “এমবাপে রিয়াল মাদ্রিদে? কিলিয়ানকে পিএসজিতে রাখতে আমি আমার সর্বশক্তি দিয়ে লড়ব।” “নেইমার ও এমবাপেকে রাখতে পিএসজি সম্ভাব্য সবকিছু করছে। এমবাপের থাকার ব্যাপারে আমি আশাবাদী। দলের প্রতি দুজনই দারুণ নিবেদিত।”
Leave a Reply