আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৩ টি মামলায় ১৩ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৩০০শত টাকা জরিমানা আদায় করা হয়। সরকার কর্তৃক ঘোষিত লকডাউন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ করোনাভাইরাস এর বিস্তার রোধকল্পে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার বিকালে উপজেলার কালুরপাড়, কাঠিরা, দুশুমির বাজার, করিম বাজার, বারপাইকা বাজার, সাহেবের হাট, মোল্লাপাড়া বাজার, ধরাধর দিঘির পাড়, রত্নপুর বাজার, বেলুহার, পতিহার, দাসের হাট, রথখোলা, আগৈলঝাড়া বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৩ টি মামলায় ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৩০০শত টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাশেম। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা পুলিশ, আনসার সদস্য, পেশকার মোঃ সোহেল আমিনসহ প্রমুখ।
Leave a Reply