ক্রীড়া ডেস্ক ॥ যেদিন ঘোষণা এলো ‘বিদ্রোহী’ ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের, সেদিনই নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের কথা জানালো উয়েফা। নতুন ফরম্যাট অনুযায়ী ৩২ দলের পরিবর্তে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ৩৬টি দল। তাদের মধ্যে লিগ পদ্ধতিতে হবে প্রথম পর্ব। এরপর ৮ দলকে নিয়ে হবে নক আউট। চ্যাম্পিয়ন্স লিগে খেলা ৩৬টি দলের সবাই অন্তত দশটি ম্যাচ করে খেলার সুযোগ পাবেন বলে জানা গেছে। এর আগে মোট ১২টি দল সম্মতি জানায় ইউরোপিয়ান সুপার লিগ খেলার ব্যাপারে। তার কিছু আগে থেকেই নানা মন্তব্য, আলোচনা-সমালোচনায় সরগরম ছিল ইউরোপীয় ফুটবল-পাড়া। এরপর উয়েফা আর ফিফা তো বিষয়টাকে অনুমোদন দেয়ইনি উল্টো খেলোয়াড়দের জানিয়েই দিয়েছে, যদি সুপার লিগে খেলতে চাও, তাহলে জাতীয় দলের আশা ছেড়ে দাও।
Leave a Reply