বিদেশ ডেস্ক ॥ চীনের অর্থনৈতিক প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দুটি চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে অসন্তোষ প্রকাশ করে চীন বলেছে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ‘অযৌক্তিক ও উস্কানিমূলক’। অস্ট্রেলিয়াকে হুঁশিয়ারি করে চীন বলেছে, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি হবে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘অস্ট্রেলিয়ার সরকার চীনের সঙ্গে বিআরআই চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর হুঁশিয়ারি দিয়েছে চীন। বিআরআই চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়টি অস্ট্রেলিয়ার জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। তাই চুক্তি বাতিল করেছে দেশটি।’ গত বুধবার জারি করা একটি সরকারি আদেশে, স্কট মরিসন সরকার ভিক্টোরিয়া রাজ্যের সঙ্গে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি বাতিল করে। ২০১৮ সালের ৮ অক্টোবর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ২০১৯ সালের ২৩ অক্টোবর দুই পক্ষের একটি কাঠামো চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। সেটিও বাতিল করেছে অস্ট্রেলিয়া। চুক্তি বাতিলের সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়ায় চীনা দূতাবাস বলেছে, ‘এটি আবারও প্রমাণ হলো যে দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অস্ট্রেলিয়ার কোনো আন্তরিকতা নেই। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অবনতি হবে।’ অস্ট্রেলিয়ার নতুন প্রক্রিয়া অনুসারে দেশের কোনো বিশ্ববিদ্যালয় কিংবা রাজ্যের সঙ্গে অন্যান্য দেশের চুক্তি পর্যালোচনার ক্ষমতা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইনের। তিনি বলেন, ‘চারটি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে ভিক্টোরিয়া রাজ্যের সঙ্গে চীনের দুটি চুক্তি রয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সহযোগিতায় ২০১৮ ও ২০১৯ সালে এসব চুক্তি করা হয়েছিল। আমি মনে করি, এই চারটি চুক্তি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রনীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিংবা বৈরী।’ ২০১৮ সালে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের ফাইভ জি নেটওয়ার্ক নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। এরপর থেকে দুদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
Leave a Reply