বিদেশ ডেস্ক ॥ দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে ধারণার চেয়ে বেশি পরমাণু চুল্লি বানিয়েছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেট শুনানিতে এ তথ্য জানিয়েছেন দেশটির স্ট্রাটেজিক কমান্ডের (স্ট্র্যাটকম) চিফ অ্যাডমিরাল চার্লস রিচার্ড। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, শুনানিতে চার্লস রিচার্ড সিনেটকে জানান, যে হারে বাড়ানোর কথা তার থেকে দ্বিগুণ হারে পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়িয়েছে চীন। উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, গত এক দশক ধরে চীন এ কাজ করে আসলেও যুক্তরাষ্ট্র সে তথ্য জানতে পেরেছে গত সপ্তাহে। এদিকে মস্কোভিত্তিক সংবাদসংস্থা ‘স্পুটনিক’ এর তথ্যমতে- স্বল্প সময়ে পারমাণবিক বোমা বানাতে নিজেদের চুল্লিগুলোকে সংস্কার করেছে চীন। সেখানে তারা নতুন প্রযুক্তির ব্যবহার করে দ্রুত পারমাণবিক অস্ত্র বানানোর পথে হাঁটছে। এ ছাড়াও দ্রুত পরমাণু অস্ত্র বানাতে তাদের চুল্লির সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি করেছে বেইজিং। গত বছর পারমাণুবিজ্ঞানী হান্স ক্রিস্টেনসেন এবং ম্যাট কর্ডা চীনের পরমাণু চুল্লি বিষয়ে গবেষণা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। যেখানে দাবি করা হয়েছে- আশির দশক থেকে চীন তাদের পরমাণু প্রকল্পগুলো আধুনিকায়নে নজর দেয়। মাত্র তিন দশকের মধ্যে তারা সে লক্ষ্য ছুঁয়েও ফেলে। যদিও তাদের কী পরিমাণ পারমাণুঅস্ত্র রয়েছে তা নিশ্চিত করে বলা অসম্ভব। তবুও হান্স ও ম্যাট তাদের গবেষণা অনুযায়ী ধারণা করে বলেছেন- চীনে খুব সম্ভবত ৩৫২টি পরমাণু চুল্লি রয়েছে। এদের মধ্যে ২৭২টি চুল্লি হতে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ২৪০টি ও জলসীমা থেকে ৪৮টি ক্ষেপণাস্ত্র এবং সর্বোচ্চ ২০টি পরমাণু বানানো সম্ভব।
Leave a Reply