বিদেশ ডেস্ক ॥ চীনের উইঘুর নিপীড়নকে স্পষ্টতই গণহত্যা বলে ঘোষণা করেছে যুক্তরাজ্যের আইন প্রণেতারা। সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।এতে বেইজিংয়ের আরও চাপ বাড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে ব্রিটিশ পার্লামেন্টের ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন পার্লামেন্টের সদস্য টরি স্যার আইইন ডানকান স্মিথ। তবে চীন বলেছে, যুক্তরাজ্যের উচিত হবে নিজেদের ভুল সংশোধন করা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, দশ লাখেরও অধিক উইঘুর মুসলিমকে চীন সরকার জিনজিয়াং প্রদেশের পুনর্বাসন কেন্দ্রে বন্দি রেখে নিপীড়ন করে আসছে। এ ধরনের একাধিক অভিযোগ ও প্রমাণ রয়েছে বলে সংস্থাগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার কর্মীরা চীনের বিরুদ্ধে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম ও জাতিগত নিধনের অভিযোগ করে আসছে। তবে ধারণা করা হচ্ছে, এর প্রভাব পড়বে চীন-যুক্তরাজ্য সম্পর্কে। এদিকে গত মাসেই চীনের শীর্ষস্থানীয় ৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।এদিকে চীন সরকার তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছে ও পশ্চিমা ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে।
Leave a Reply