বিদেশ ডেস্ক ॥ চীনের গণমাধ্যমে গত রবিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সে দেশের নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে তিনটি জাহাজ যুক্ত করেছে। তার মধ্যে উভচর হামলাকারী বিশালাকার একটি জাহাজও রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার দক্ষিণাঞ্চলের দ্বীপ হাইনানের সান্যার একটি নৌবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জাহাজের ক্যাপ্টেনদের কাছে সামরিক পতাকা তুলে দেন শি জিনপিং এবং জাহাজগুলোতে চড়ে দেখেন তিনি। দক্ষিণ চীন সাগরে চীনের অবৈধ কর্মকাণ্ডের আরেকটি এটি। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, জাহাজগুলো তাইওয়ানের আশপাশের মিশনেও মোতায়েন করা হতে পারে। চীনের আক্রমণাত্মক আচরণের কারণে দক্ষিণ চীন সাগর নিয়ে দেশটির সঙ্গে বিরোধ চলমান দেশগুলোর মধ্যে এ নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দিতে পারে। দ্য গ্লোবাল টাইমস নিউজপেপার এক প্রতিবেদনে জানিয়েছে, জাহাজগুলো সে দেশের প্রথম ০৭৫ ধরনের উভচর অ্যাসাল্ট জাহাজ, বিশালাকার স্থাপনা ধ্বংসকারী এবং একটি পারমাণবিক শক্তিধর কৌশলগত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন। এর আগে দক্ষিণ চীন সাগরের হুইটসন দ্বীপের পাশে জাহাজের উপস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ও তাইওয়ান।
Leave a Reply