ক্রীড়া ডেস্ক ॥ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের জন্য যে ১৫ জন নির্বাচন করা হয়েছিল তাদের রেখেই এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৯ এপ্রিল থেকে ৩ মে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। একই ভেন্যুতে গত ২১- ২৫ এপ্রিল গড়ানো সিরিজের প্রথম ম্যাচটি হয়েছে ড্র। ১৫ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।
Leave a Reply