সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামে জমি থেকে ধান সংগ্রহকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামের মাসুদ হাওলাদারের দোকানের সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় রক্তাক্ত আহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন একই এলাকার আলমগীর হোসেন মল্লিকের ছেলে শফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম। এ ব্যাপারে আলমগীর হোসেন মল্লিক বাদী হয়ে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিতে ইন্দেরহাওলা গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম রাজু মুঠোফোনে জানান, আলমগীর হোসেন মল্লিকের জমির ধান সংগ্রহকে কেন্দ্র করে একই এলাকার নাজেম উদ্দিন হাওলাদারে পুত্র জাকির হাওলাদারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এরই মধ্যে জাকির হাওলাদারকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। পরে মাথায় আঘাত লাগার কারণে বর্তমানে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলেও জানান। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা শুনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।
Leave a Reply