আমতলী প্রতিনিধি ॥ তালতলীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ৩ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গেন্ডামারা গ্রামের সোবাহান হাওলাদারের সাথে প্রতিবেশী মোস্তফা খানের একটি মামলার সাক্ষী নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে মোস্তফা খানের পালিত রাজহাঁস সোবাহান হাওলাদারের বাড়ির সামনের মাঠে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে সোবাহান হাওলাদার ও মোস্তফা খানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত সোবাহান হাওলাদার তার স্ত্রী গোলভানু ও মোস্তফা খানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সোবাহান হাওলাদার বলেন, মোস্তফা খানের পালিত ২০টি রাজহাঁস আমার বাড়ীর ক্ষতি করছিল আমার স্ত্রী গোলবানু এর প্রতিবাদ করলে আমাকে ও আমার স্ত্রীকে মোস্তফা খান পিটিয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি। অপর পক্ষের আহত মোস্তফা খান বলেন, সোবাহান হাওলাদারের বিপক্ষে একটি মামলায় আমি সাক্ষী দেওয়ায় আমার উপরে ক্ষিপ্ত হয়ে অহেতুক রাজহাঁসের অজুহাত তুলে আমাকে ও আমার ছেলেকে মারধর করেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান বলেন, আহত ৪ জনকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মুঠোফোনে বলেন, আহতদের চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply