দখিনের খবর ডেস্ক ॥ টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেন তিনি। শপথের পর সই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে সবাই শুভেচ্ছা জানান। সবাইকে ধন্যবাদ জানান নতুন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, ‘রাজ্যপাল, বাংলার মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।’ প্রথম কাজ কোভিড মোকাবিলা, ফের জানালেন মমতা। সব রাজনৈতিক দলের কাছে শান্তি বজায় রাখার আহ্বানও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে তিনি নিজেই রাজ্যের আইনশৃঙ্খলার দিকে নজর রাখবেন। কোনো কড়া পদক্ষেপ নিতে পিছুপা হবেন না। বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হ্যাটট্রিক জয় পায় তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আসীন হওয়ায় নতুন করে চাঙ্গা হয়েছে ঘাসফুল শিবির। কোভিড পরিস্থিতিতে একেবারে অনাড়ম্বরেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিতও হাতে গোনা কয়েকজন। রাজভবনে শপথ নেওয়ার পর গার্ড অফ অনারের মধ্যে দিয়ে নবান্নে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
Leave a Reply