ক্রীড়া ডেস্ক ॥ রিয়ালের মাঠে খেলা প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল চেলসি। আর বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে রিয়ালকে হারিয়েছে ২-০ গোলে। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে নয় বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে চেলসি। ব্লুজদের বিপক্ষে এডেন হ্যাজার্ডরা কোন আক্রমণই করতে পারেননি। বরং চেলসি চারটি গোলের সুযোগ মিস না করলে বিধ্বস্ত হয়ে ঘরে ফিরতে হতো রিয়ালকে। তারপরও দন্তহীন রিয়ালকে স্টামফোর্ড ব্রিজে ২-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল। নিশ্চিত করেছে অল ইংলিশ ফাইনাল। ম্যাচের ২৮ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নার। প্রথম গোল খাওয়ার পর মরিয়া রিয়াল মাদ্রিদ বলের দখল পায়ে রাখলেও চেলসির রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি। উল্টো একটার পর একটা পাল্টা আক্রমণ তুলে রিয়াল মাদ্রিদকে ত্রস্ত করে রাখে ব্লুজরা। গোল মিস করতে করতে শেষে পাওয়া এক সুযোগে ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন ম্যাসন মাউন্ট। ফ্রান্স মিডফিল্ডার এনগোলে কান্তের ফাঁকায় বাড়ানো বল ধরে আমেরিকান ফুটবলারের ওই গোলেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের বিদায়। চেলসির সামনে এখন দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জয়ের সুযোগ। ঘরে দ্বিতীয় ইউরোপ সেরার এই পুরস্কার তুলতে আগামী ২৯ মে ইস্তাম্বুলে হারাতে হবে ম্যানচেস্টার সিটিকে।
Leave a Reply