বিদেশ ডেস্ক ॥ আফগানিস্তান থেকে জঙ্গিদের ছোড় গুলিতে পাকিস্তানের চার সেনা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি আরও ছয়জন আহত হয়েছেন। বুধবার পাকিস্তান-আফগান সীমান্তে এ ঘটনা ঘটেছে।নিহত সেনারা বিতর্কিত সীমান্ত বেড়া নির্মাণের কাজ করছিল।খবর-রয়টার্সের। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সেনা সদস্যরা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় সীমান্ত বেড়া নির্মাণের কাজ করছিল। জোব জেলার বিপরীতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় পাকটিকা প্রদেশ রয়েছে। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি সামরিক বাহিনীও এ বিষয়ে বিস্তারিত জানায়নি। আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ওই এলাকায় পাকিস্তান-আফগান সীমান্তে আড়াই হাজার কিলোমিটার সীমান্ত নির্মাণের কাজ করছে।পাকিস্তান এটিকে নিরাপদ মনে করে। তবে কাবুল এটির প্রতিবাদ জানিয়ে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, সীমান্ত নিয়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এর আগে ২০২০ সালে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের সময় দুই দেশের মধ্যে হওয়া সংঘর্ষে অনন্ত ২২ জন প্রাণ হারিয়েছেন।
Leave a Reply