ক্রীড়া ডেস্ক ॥ করোনার কারণে জীবন নিয়েই মানুষ শঙ্কিত, তার মধ্যে বিরাট ঝুঁকি নিয়ে আইপিএল আয়োজন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অনেক সমালোচনার পর বেশকিছু ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় শেষপর্যন্ত টুর্নামেন্ট স্থগিতে বাধ্য হয়েছেন আয়োজকরা। আইপিএল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের পর বিদেশি সব ক্রিকেটারকে দেশে ফেরার ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দেশে ফেরার পর করোনা আতঙ্কের মধ্যে ভারতে আইপিএল খেলা চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে রাজস্থান রয়েলসের দক্ষিণ আফ্রিকান পেসার ক্রিস মরিস বলেছেন, যে মুহূর্তে আমরা শুনলাম জৈব সুরক্ষা বলয়ে থেকেও প্লেয়াররা করোনা টেস্টে পজিটিভ হয়েছেন, তখনই সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ বাতিল হওয়ার পর আমরা বুঝতে পেরেছি আইপিএল চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। ক্রিস মরিস আরও বলেছেন, আমি আমাদের টিমের ডাক্তারের সঙ্গেও কথা বলছিলাম। ওই সময় আমাদের দলের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা এসে জানান- আইপিএল আর হচ্ছে না। তাছাড়া অস্ট্রেলিয়ান তারকা অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে আমাদের দলে যোগ দেয়া (প্রোটিয়া পেসার) জেরাল্ড কোয়েটজি খুব আতঙ্কিত হয়ে পড়েন। যতক্ষণ আমরা হোটেলে ছিলাম ততক্ষণ আমি ওকে আমার কাছে এনে রেখেছিলাম। যাতে ওর ভয় কেটে যায়।
Leave a Reply