ক্রীড়া ডেস্ক ॥ ইউরোপের যে ১২টি ক্লাব ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা দিয়েছিল, তাদের শাস্তি দেওয়ার পথে এগোচ্ছে উয়েফা। এর মধ্যে সর্বোচ্চ সাজা হতে পারে দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে নিষেধাজ্ঞা। বর্তমানে শাস্তির বিষয়টি কোন পথে নিশ্চিত করা যায়, সেটি নিয়ে কাজ করছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। গত ১৮ এপ্রিল সুপার লিগের ঘোষণা দেওয়ার পর সমর্থক ও সরকারি পর্যায় থেকে প্রবল বিরোধিতার সম্মুখীন হয় ক্লাবগুলো। আটচল্লিশ ঘণ্টার মধ্যেই লিগ থেকে নাম প্রত্যাহারের কথা জানায় চেলসি, ম্যানসিটি, ম্যানইউ, টটেনহাম, লিভারপুল, আর্সেনাল, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। তবে এখনও সরে আসার কথা বলেনি রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, বার্সেলোনা ও এসি মিলান। গত ১০ দিনে সবগুলো ক্লাবের সঙ্গে কথা বলেছে উয়েফা। প্রথম আটটি ক্লাব আবারও নাম প্রত্যাহারের কথা বললেও সুপার লিগ প্রকল্প থেকে বেরিয়ে আসার ব্যপারে স্পষ্ট মন্তব্য করেনি বাকি চার ক্লাব। উয়েফা এখন তাদের শাস্তির ধরন নিয়ে ভাবছে। প্রথম আট ক্লাবকে আর্থিক আর বাকি চার ক্লাবকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে ইএসপিএনকে জানিয়েছে উয়েফার একটি সূত্র।
Leave a Reply