স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির ভয়াবহ প্রাদুর্ভাব থেকে মুক্তি ও কল্যাণ কামনায় শুক্রবার (৭ মে) পবিত্র জুমাতুল বিদা’র (রমজান মাসের শেষ জুমা) নামাজ শেষে বরিশালের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে এ দোয়া মোনাজাত করা হয়, বলে জানা গেছে। এদিন শহরের প্রতিটি মসজিদ মুসুল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সরেজমিনে দেখা যায়, বরিশাল নগরীর গির্জা মহল্লার কশাই জামে মসজিদে আযানের পরপরই মাস্ক পড়ে মসজিদের ভিতর প্রবেশ শুরু করে মুসুল্লিরা। আস্তে আস্তে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এরপর নামাজ শুরু হয়। নামাজ শেষে বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় মুসুল্লিদের নিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন কশাই জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ কামাল উদ্দিন। অনুরুপভাবে শহরের সকল মসজিদগুলো দোয়া মোনাজাত-প্রার্থনা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৬ মে) ধর্ম মন্ত্রণালয় থেকে জুমাতুল বিদা নামাজ শেষে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য মসজিদের খতিব, ইমাম, মুসল্লি ও মসজিদ কমিটিকে আহ্বান জানানো হয়। এছাড়াও একই উপলক্ষে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে করোনা থেকে বাঁচতে বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।’
Leave a Reply