আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়ায় ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের নগদ অর্থ দুঃস্থ ও কর্মহীনদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগীতায় রোববার উপজেলার রাজিহার ও গৈলা মডেল ইউনিয়নের ৩হাজার ১শত ৯৭জনের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চাঁনসহ পরিষদের সদস্যবৃন্দ, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ শিকদার, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ প্রমুখ। এর আগে ৭ মে শুক্রবার সকালে বাগধা ইউনিয়ন পরিষদের হল রুমে বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রধান মন্ত্রীর নগদ অর্থ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম। প্রসংগত, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলার জন্য বরাদ্দকৃত ১২লাখ ৫০হাজার টাকার বিপরীতে পাঁচটি ইউনিয়নের প্রত্যেকটিতে ৫শত ৫৫জন করে মোট ২হাজার ৭শত ৭৫জন দুঃস্থরা নগদ ৪৫০টাকা করে অর্থ সহায়তা পাবেন। এছাড়াও অন্য পত্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বিজিএফ বরাদ্দের বিপরীতে রাজিহার ইউনিয়নে ৮শত ৮৭জন, বাকাল ইউনিয়নে ৭শত ২৩জন, বাগধা ইউনিয়নে ৮শত ৪২জন, গৈলা ইউনিয়নে ১২শত জন ও রত্নপুর ইউনিয়নে ৮শত ২৩জনসহ মোট ৪হাজার ৪শত ৭৫জন অসহায় দুঃস্থরাও নগদ ৪৫০টাকা করে অর্থ সহায়তা পাবেন। দুই বরাদ্দে সর্বমোট ৭হাজার ২শত ৫০জন অসহায় ও দুঃস্থরা নগদ ৪৫০টাকা করে অনুদানের অর্থ পাবেন।
Leave a Reply