নিজস্ব প্রতিবেদক ॥ আজ ১৮ মে, মঙ্গলবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য এবং বরিশাল সিটি কর্পোরেশনের কর নির্ধারক বেলায়েত হাসান বাবলু’র মাতা হাসিনা বেগম রেবা-এর প্রথম মৃত্যূবার্ষিকী। ২০২০ সালের আজকের এইদিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আমৃত্যু মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী থাকা হাসিনা বেগম রেবা ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহের পাশাপাশি বরিশাল নগরীর কাটপট্টি এলাকার হিন্দু পরিবারের নর-নারী ও শিশুসহ অসংখ্য মানুষের জীবন রক্ষার্থে নিজের জীবন বাজী রেখেছিলেন। যা এখনো ওই এলাকার মানুষেরা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরিশাল সফরে আসলে হাসিনা বেগম রেবা তাঁর (বঙ্গবন্ধু) সাথে দেখা করার সুযোগ পান। মুক্তিযুদ্ধকালীন সময়ে হাসিনা বেগম রেবা’র অসামান্য বীরত্বের কথা শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁকে কিছু দিতে চেয়েছিলেন। নির্লোভ রেবা বেগম কিছুই লাগবেনা বললে ওইসময়ে মানিব্যাগে থাকা নিজের পাসপোর্ট সাইজের এক কপি ছবি দিয়ে বঙ্গবন্ধু মুজিব বলেছিলেন ‘এটা রাখো তোমার জন্য আমার উপহার।’ দীর্ঘদিন তিনি মহামূল্যবান ওই ছবিটি স্বযত্নে আগলে রেখেছিলেন। সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থাকলেও আজীবন সংগ্রামী হাসিনা বেগম (রেবা) বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দূর্দিনে রাজপথে সোচ্চার থেকে প্রতিপক্ষকে মোকাবেলায় বঙ্গবন্ধুর একজন নির্লোভ কর্মী হিসেবে সংগ্রাম করেছেন। তাঁর জীবনের বেশীরভাগ সময় নিজে না খেয়ে অন্যের মুখে খাবার তুলে দিয়েছিলেন। কারো বিপদ দেখলে তিনি ঘরে বসে থাকতে পারতেন না। যার কারণে অনেকের কাছেই তিনি রেবা মা’ নামে পরিচিত ছিলেন। কিন্তু জীবনের শেষ বয়সে আর্থিক অনটনের কারনে নিজের চিকিৎসাটুকুও করাতে পারেননি তিনি। জীবদ্দশায় তাঁর বীরত্বের কথা শুনে একবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বরিশালের কয়েকজন তাঁর বাসায় গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছিলেন। যা ছিলো তাঁর জীবনের প্রথম ও শেষ স্বীকৃতি। আজ ১৮ মে হাসিনা বেগম রেবার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply