ক্রীড়া ডেস্ক ॥ কোপা আমেরিকা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা- এমন দাবি জানিয়েছেন দক্ষিণ আমেরিকান দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। করোনা মহামারিতে দেশটিতে ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হলেও আসন্ন কোপা আমেরিকায় তার কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেই তার বিশ্বাস। বর্তমানে পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে করোনা মহামারি ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই কোপার ভাগ্য নিয়ে অনেকেই সন্দিহান। কলম্বিয়ার সাথে যৌথভাবে আয়োজিত এবারের আসরটি আগামী ১৩ জুন থেকে মাঠে গড়াচ্ছে। এক বিবৃতিতে স্থানীয় টেলিভিশন চ্যানেলে ফার্নান্দেজ বলেছেন, ‘পুরো পরিস্থিতি মাথায় রেখে আমরা এর মধ্যেই সকলের সাথে আলোচনা করে কোপা আমেরিকা চালিয়ে নেবার প্রস্তুতি সম্পন্ন করেছি। যদিও এবারের কোপা আমেরিকা হচ্ছে টেলিভিশন দর্শকদের জন্য। সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এবং সেগুলোর প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেই এই টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে। বাকিটা টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে। একই সাথে কলম্বিয়ায় কি হয় সেটা দেখাটাও জরুরি।’ আগামী ১৩ জুন বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি। মহামারি শুরু হওয়ার পর এই মুহূর্তে আর্জেন্টিনা সবচেয়ে বাজে সময় অতিবাহিত করছে। চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৩.৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে করোনায় মৃত্যু হয়েছে ৭০ হাজার ৫৫২ জনের। ফার্নান্দেজ বলেন, ‘কনমেবলের সাথে একমত হয়ে আমরা কোপা আমেরিকা অনুষ্ঠানে সম্মত হয়েছি। বিশেষ কিছু বিধি-নিষেধের মধ্যেই আমরা এটা আয়োজন করব।’ কনমেবল এর মধ্যেই কোপা আমেরিকায় অংশগ্রহণকারী ফুটবলারদের মাঝে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে। এজন্য তারা চাইনিজ কোম্পানী সিনোভাককে ৫০ হাজার ভ্যাকসিন উপহারের জন্য ধন্যবাদ জানিয়েছে। আর্জেন্টিনার ম্যাচগুলো করডোবা, সান্তিয়াগো ডেল এস্তারো, মেনডোজা ও বুয়েন্স আয়ার্সে এবং কলম্বিয়ার ম্যাচগুলো বারানকুইলা, মেডেলিন, কালি ও বোগোটাতে অনুষ্ঠিত হবে।কলম্বিয়ার বারানকুইলা মেট্রোপলিটান স্টেডিয়ামে আগামী ১০ জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
Leave a Reply