আমতলী প্রতিনিধি ॥ প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক মোসাঃ রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতিবাদ অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাসহ কর্তকর্তা কর্তৃক হেনেস্থা, মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবীতে আমতলীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার পৌর শহরের সাকিব প্লাজার সামনে আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ রেজাউল করিম বাদলের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে ঘটনার তীব্র নিন্দা ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, বরগুনা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আরিফ-উল –হাসান আরিফ, সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাংবাদিক জাকির হোসেন ও জিএম মুছা। উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ নাশির উদ্দিন হাওলাদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, মনিরুজ্জামান সুমন, মোঃ নাশির মাহমুদ, মোঃ নুহু-উল আলম নবীন, আব্দুল্লাহ আল নোমান, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তিঠু ও উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন খাঁন প্রমুখ। মানববন্ধনে অর্ধশত সাংবাদিকসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাসহ দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন।
Leave a Reply