ক্রীড়া ডেস্ক ॥ জাতীয় ফুটবল দলের অনুশীলনের তৃতীয় দিন আলোচনায় ঘুরে ফিরে করোনা ইস্যু। অনুশীলন শেষে ম্যানেজার, সহকারী কোচকে এ নিয়ে কথা বলতে হয়েছে। ম্যানেজার ইকবাল হোসেন তার প্রাথমিক বক্তব্যে বলেন, ‘দুই দফায় পরীক্ষায় ইব্রাহিমের পজিটিভ এসেছে। তবে তার কোনও শারীরিক সমস্যা নেই। হোটেলেই আইসোলেশনে চিকিৎসকের অধীনেই রয়েছেন।’ তিনি গত দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। ফলে ভয় থাকছে করোনা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে কি না? এই প্রশ্নের উত্তরে ম্যানেজার বলেন, ‘তার সংস্পর্শে ছিল সোহেল রানা। সোহেলকেও পুনরায় পরীক্ষা করানো হয়েছে। ওর নেগেটিভ এসেছে।’ জাতীয় দলের ক্যাম্পে যেহেতু করোনা প্রবেশ করলেও সবাই একযোগে আবার করোনা পরীক্ষা করানোর প্রয়োজন মনে করছেন না ম্যানেজার, ‘আমরা এখন আর টেস্ট করব না সবাইকে। করোনা যাওয়ার আগে পুরো দলকে আবার করানো হবে। ইব্রাহিমকে অবশ্য দিন চারেক পর আরেক বার পরীক্ষা করাব।’ করোনা পরীক্ষা রিপোর্ট পাওয়ার আগেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। সন্দেহ নেই অনেকটা অদ্ভুত সিদ্ধান্ত। রিপোর্ট পাওয়ার আগেই অনুশীলন করা নিয়ে ফুটবলাঙ্গনে সমালোচনা চললেও সঠিক পথই রয়েছে জাতীয় দল মনে করেন ম্যানেজার, ‘ফুটবলার কিন্তু নেগেটিভ রিপোর্টের মধ্যেই ছিল। সবারই ১০-১৪ দিন আগে করোনা পরীক্ষা করানো হয়েছে। নেগেটিভ রিপোর্ট নিয়েই লিগ খেলেছে। আমরা ক্যাম্পে উঠিয়েও টেস্ট করিয়েছি। ফল পেতে দেরি হয়েছে। কাতারে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে প্রতিটি দিনই খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টের আগে অনুশীলন শুরু করাটা ভুল হয়নি।’ জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস কোয়ারেন্টাইনে কাটিয়ে গতকাল অনুশীলনে যোগ দিয়েছেন। অনুশীলনে যোগ দিয়েই করোনা ইস্যু সামলাতে হয়েছে স্টুয়ার্টকে। এতে অবশ্য তিনি ম্যানেজারের সঙ্গে সুর মিলিয়েছেন, ‘ইব্রাহিম পজিটিভ। অন্যরা সবাই নেগেটিভ। আশা করি ইব্রাহিমও শীঘ্রই নেগেটিভ হবে। আমাদের সবার মনোযোগ অনুশীলনে।’ জাতীয় দলের মিডফিল্ডার আব্দুল্লাহ মিডিয়ার সামনে এসেছিলেন গতকাল অনুশীলন শেষে। তাকেও কথা বলতে হয়েছে করোনা ইস্যু নিয়ে। ইব্রাহিমের পজিটিভ হওয়ার পর ক্যাম্পের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে বলেন, ‘করোনা প্রায় দুই বছর পৃথিবীতে। আমাদেরকে এর সাথে মানিয়ে চলতে হবে। যে পজিটিভ তাকে সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় রাখা হয়েছে। আমরা বাকিরা মানসিকভাবে দৃঢ়ই রয়েছি।’
Leave a Reply