ক্রীড়া ডেস্ক ॥ লা লিগার শিরোপা কার ঘরে যাচ্ছে তা জানার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ২২ মে বাংলাদেশ সময় রাত ১০টায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিলোলিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই নিষ্পত্তি হবে শিরোপার লড়াই। ২২ মে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচটি জিতলে কোনো হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত হয়ে যাবে অ্যাটলেটিকোর। আর যদি ড্র করে বা হেরে যায় তাহলে শিরোপা যাবে রিয়াল মাদ্রিদের ঘরে। কারণ অ্যাটলেটিকো ড্র করলে তাদের পয়েন্ট হবে ৮৪। আর রিয়াল জিতলে তাদেরও পয়েন্ট হবে ৮৪। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে রিয়াল শিরোপা জিতবে। মুখোমুখি লড়াইয়ে অ্যাটলেটিকোর সঙ্গে একটিতে জয় ও অন্যটিতে ড্র করেছে রিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তাদের একটি করে ম্যাচ বাকি আছে। অন্যদিকে, গত ম্যাচে সেল্টাভিগোর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে শিরোপার দৌড় থেকে ছিটেকে গেছে বার্সেলোনা।
Leave a Reply