পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে পৌরসভা এলাকায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। মঙ্গলবার (১৮ মে) রাতে শহরের মধ্য মাছিমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই এলাকার কালিকাঠীর সুমন শিকদার নামে এক ব্যক্তির ভাড়ার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রাত সাড়ে ১২টার দিকে চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, রাতে পিরোজপুরের মধ্য মাছিমপুর এলাকায় সুমন শিকদার নামে এক ব্যক্তির ঘরে আগুন লাগে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পাঁচ/ছয় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
Leave a Reply