ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২০-২১ অর্থ বছরে অসচ্ছল সংস্কৃতিসেবী ৩৭ জনকে ৫ লাখ ৩৫ হাজার ২শ টাকা ভাতা হিসাবে মঞ্জুরি প্রদান করেছে। জেলা প্রশাসক কার্যালয়ে মঞ্জুরি অর্থ প্রদান করা হয়েছে। প্রতি বছর সরকার এই মঞ্জুরি সহায়তা প্রদান করে আসছে। এ বছর ৩৭ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে ২ বছর পূর্বে মৃত্যুবরণকারী জেলা শহরের রিড রোড এলাকার মোফাজ্জেল হোসেন নামের একজন তালিকাভুক্ত হয়েছেন। মঞ্জুরিপ্রাপ্ত ৩৭ জনের ভিতরে ঝালকাঠি শহর ও সদর উপজেলার ৩১ জন ও রাজাপুর উপজেলায় ৪ জন এবং কাঠালিয়া উপজেলায় ২ জন এই সহায়তা পাচ্ছেন। সহায়তা প্রাপ্তদের মধ্যে মাসিক ১৬০০ টাকা হারে বার্ষিক ১৯ হাজার ২শ টাকা করে ৩ জন, মাসিক ১২০০ হারে বার্ষিক ১৪ হাজার ৪ শ টাকা করে ২৯ জন এবং মাসিক ১ হাজার টাকা করে বার্ষিক ১২ হাজার টাকা করে ৫ জন মঞ্জুরিকৃত অর্থ সহায়তা পাচ্ছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আপডেট না থাকায় মৃত ব্যক্তির নামও সহায়তা প্রাপ্ত তালিকার মধ্যে আসছে।
Leave a Reply