মো: জামাল হোসেন, রাজাপুর প্রতিনিধি ॥ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবী এবং ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজাপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকগন। রাজাপুর প্রেসক্লাব, রাজাপুর সাংবাদিক ক্লাব, বিএমএসএফ রাজাপুর শাখা, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আকনের সঞ্চনলায় মানববন্ধনে বক্তাব্য রাখেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান খান, সাংবাদিক ক্লাবের সভাপতি আ: রহিম রেজা, বিএমএসএফ রাজাপুর শাখার আহব্বায়ক রুহিদাস বিশ^াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, আমরা দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একটা একটা করে থলের বিড়াল বেড়িয়ে এসেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ব্যাক্তিদের কোটি কোটি টাকার সম্পদ, দেশে বিদেশে বিলাশ বহুল বাড়ী। দেশকে দুর্নীতি বাজদের হাত থেকে রক্ষা করতে, সরকারের অর্থ লোপাট বন্ধ করতে সাংবাদিরা তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করতে গেলে তাদের হেনস্থা করে মামলা দিবেন সেটা মেনে নেয়া যায়না।
Leave a Reply