রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমিতে ঘর উত্তলনের চেষ্টায় বাধা প্রদান করায় ৫জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত তাছলিমা বেগম (৩০), ছনিয়া (২৫),আরিফ (২৫),আল-আমিন(২৬)সহ কয়েকজনকে শেবাচিম হাসপাতালে চিকিৎসারত রয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের অমৃত কনজুমার ফুড ফেক্টরি সংলগ্ন হাওলাদার বাড়ি। এ ঘটনায় বুধবার এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা মৌজার ২০৭৬ নং খতিয়ানের ৪৬২০ ও ২১ নং দাগের ৪০ শতাংশ জমি নিয়ে মৃত কেরামত আলীর ছেলে আবুল হাওলাদার ও আমির হাওলাদার এর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে একই বাড়ির মোকসেদ ও আলমগীরের পরিবারের সাথে। বিরোধের জেরে গত দুই মাস আগে আবুল হাওলাদার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত বিরোধীয় জমিতে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়ে নিষেধাজ্ঞা জারি করে। ঘটনার দিন দুষ্ট প্রকৃতির মোকসেদ ও আলমগীর লোকজন নিয়ে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তলন করতে গেলে মামলার বাদি আবুল হাওলাদারগংরা বাধা প্রদান করে। এসময় ক্ষিপ্ত হয়ে মোকসেদ ও আলমগীর লোকজন ৫জনকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধীয় জমিতে সবধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে আবুল হাওলাদার।
Leave a Reply