ক্রীড়া ডেস্ক ॥ প্রায় ১ মাস পর শুরু হবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকা। যৌথভাবে এবারের আসর আয়োজন করার ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু শেষ মুহূর্তে স্বাগতিক হওয়ার সুযোগ হাতছাড়া হচ্ছে কলম্বিয়ার। ফলে এককভাবেই আয়োজক হচ্ছে আর্জেন্টিনা। কলম্বিয়ায় কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটির করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই সবধরনের নিরাপত্তার কথা চিন্তা করে কলম্বিয়ার নাম আয়োজক দেশের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়ে গেছে এবং শিগগিরই দেওয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি। আগামী ১৪ জুন চিলি ও আর্জেন্টিনার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা।
Leave a Reply