মঠবাড়িয়া প্রতিনিধি ॥ মঠবাড়িয়া উপজেলায় কলেজ ছাত্র মো. আল-আমিন আকন (২২) হত্যা মামলায় মো. সাফিকুল আলম খান (২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার সাফিকুল একই উপজেলার ভেচকি গ্রামের এনায়েত হোসেন খানের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. বাশার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৯ মে) রাতে উপজেলার ডৌয়াতলা এলাকা থেকে সাফিকুলকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত ০৪ এপ্রিল রাতে উপজেলার উত্তর ভেচকি (বাইশ কুড়া) গ্রামের সিদ্দিক আকনের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের স্নাতক (বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র আল-আমিন আকনের মরদেহ বাড়ির সামনের ফসলের মাঠ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিক আকন বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, মাদক সেবনের ঘটনায় ওই কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। গ্রেফতার সাফিকুলকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
Leave a Reply