নাজিরপুর প্রতিনিধি ॥ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত নোটিশে অভিযুক্ত চেয়ারম্যানকে ১০ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান বৃহস্পতিবার ওই কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, জেলা প্রশাসকের কাছে এর জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, শ্রীরামকাঠী ইউপির ১২ সদস্যের মধ্যে ১১ জন ওই চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। পিরোজপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম গত ২মে এসব অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করেন। উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উত্তম কুমার মৈত্র।
Leave a Reply