গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদী পৌরসভার সীমান্তবর্তী টরকীচর ও আংশিক কালকিনি উপজেলার স্থায়ী বেঁদে পল্লীতে দু’গ্রুপ বেঁদেদের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাংচুরের মামলায় বেঁদে সর্দারসহ আটজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-বেঁদে সর্দার নাসির সরদার, সাবেক সর্দার নান্নু সরদার, বেঁদে পল্লীর বাসিন্দা পিকু সরদার, বাচ্চু সরদার, কালাম সরদার, উজ্জল সরদার, পূর্নিমা বেগম ও আলাউদ্দিন সরদার। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক জানান, বেঁদে পল্লীতে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেঁদে সর্দার নাসির সরদার ও প্রতিপক্ষ বেঁদে স্বপন সরদারের গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেঁদে পল্লীর বাসিন্দা ঝন্টু সরদার বাদি হয়ে সর্দার নাসির সরদারসহ ২৪ জনের নামউল্লেখ করে গত ৩০ এপ্রিল রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে টরকীরচর এলাকার অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত উল্লেখিত আটজনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply