গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে প্রেমিকের বাড়ীতে এসে ফারজানা আক্তার নামের এক কলেজ ছাত্রী বিষপান করে আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নিহত কলেজ ছাত্রীর পিতা আদম আলী বেপারী গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো- প্রেমিক রাব্বি সিকদার, তার ছোট ভাই বাপ্পি সিকদার, প্রেমিকের পিতা মোস্তফা সিকদার ও মা তাছলিমা বেগম। মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছরপূর্বে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে পশ্চিম বেজহার গ্রামের মোস্তফা সিকদারের পুত্র রাব্বির সিকদারের সাথে একই উপজেলার নলচিড়া গ্রামের আদম আলী বেপারীর কলেজ পড়-য়া ছাত্রী ফারজানা আক্তার (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছরপূর্বে কলেজ ছাত্রী ফারজানার পরিবারের পক্ষ থেকে প্রেমিক রাব্বির পরিবারকে বিষয়টি জানানো হয় এবং ফারজানাকে বিরক্ত না করতে বলা হয়। এরপরও কলেজ ছাত্রী ফারজানার সাথে প্রেমের সম্পর্ক অব্যাহত রাখে প্রেমিক রাব্বি। গত বুধবার (১৯ মে) দুপুরে প্রেমিক রাব্বির বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান নেয় ফারজানা। এসময় প্রেমিক রাব্বি মুঠোফোনে কলেজ ছাত্রী ফারজানার প্রেমকে অস্বীকার করে। পরবর্তীতে বিষয়টি প্রেমিক রাব্বির ভাই ও মা-বাবাকে জানানো হলে তারা (প্রেমিক রাব্বির পরিবারের সদস্য) কলেজ ছাত্রী ফারজানাকে গালমন্দ ও নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। একইদিন বিকেলে প্রেমিক রাব্বির পরিবারের সদস্যদের অত্যাচার সইতে না পেরে প্রেমিকের বাড়িতে বসে বিষপান করে ফারজানা। ওইদিন দিবাগত রাত তিনটার দিকে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারজানা। গৌরনদী মডেল থানার পরিদর্শক মোঃ তৌহিদুজ্জামান জানান, মামলার আসামীরা পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply