ক্রীড়া ডেস্ক ॥ পাঁচ বছর পর আবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন ডিফেন্ডার রেজাউল করিম রেজা। ডেকে নিয়ে তাকে বাদ দিয়েছে বাফুফে। লিগে ভালো খেললেও তাকে নেয়া হচ্ছিল না। এবার নেয়া হলেও বিমানে উঠার সুযোগ পাননি এই ফুটবলার। রেজাকে বলা হয়েছে আগামীতে তাকে আবার জাতীয় দলে নেয়া হবে। বাংলাদেশ ফুটবল দল গতকাল সৌদি আরবের দাম্মামে যাবে। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে কাতার যাবে বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণ করতে। সৌদি আরবে দাম্মামে বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতি ম্যাচ খেলবে। বাফুফে এখনও নির্ধারণ করতে পারেনি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ। রবিবার ঘোষণা দিয়েছে ২৬, ২৭, ২৯ মে এক দুই ম্যাচ খেলে কাতারের দোহায় রওনা হবে। এতো দিন বলা হয়েছিল লিগের খেলায় ছিল তাই এটা নাকি ভালো প্রস্তুতি। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে কথা বলে প্রস্তুতি ম্যাচের আয়োজনের কথা বললেও নাম বলা হচ্ছে না। সৌদি আরব ফুটবল ফেডারেশন খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের দলের জন্য ভিসা, হোটেল অনুশীলন মাঠসহ প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। তারাই প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করবে। ভারতীয় ফুটবল দল আগেই চলে গেছে কাতার। সেখানে গিয়ে এরই মধ্যে অনুশীলনে ঝাঁপিয়েছেন সুনীল ছেত্রীরা। কথা ছিল বাংলাদেশ ফুটবল দলও সেখানে যাবে প্রস্তুতি ম্যাচ খেলবে। পরে বাফুফে বলল করোনায় কাতারের শক্ত অবস্থানের কারণে বাংলাদেশ ফুটবল কাতার যেতে পারল না। আর অন্যদিকে ভারত সব রকম সুযোগ সুবিধা পেয়ে কাতারের মন্ত্রীদের ধন্যবাদ দিচ্ছেন-একথা ভারতীয় পত্রিকায় উঠে এসেছে। ভারতের ফুটবল সচিব কুশল দাস নিজেই জানিয়েছেন তারা কাতার গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন না। কাতারে গিয়ে মানিয়ে নেয়ার পরিকল্পনা বাদ হয়ে যাওয়ায় ঢাকায় ম্যাচ খেলতে চেয়েছিল জেমি। সেটিও হয়নি কারণ সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজনটা করতে পেরেছে বলে। তবুও ভালো পরিকল্পনাগুলো লেজেগোবরে হলে গেলেও শেষ পর্যন্ত একটা সুরাহা হয়েছে। তড়িঘড়ি করে গতকাল বিমানে উঠছেন ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল দল: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, ইব্রাহিম (করোনা নেগেটিভ হলে যাবেন ইব্রাহিম), তারিক কাজী (বসুন্ধরা কিংস)। গোলকিপার শহিদুল আলম সাহেল, সোহেল রানা, সাদ উদ্দিন (আবাহনী), রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং)। মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, ইমন (মুক্তিযোদ্ধা)। আবদুল্লাহ (শেখ রাসেল)। মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী)। হাবিবুর রহমান সোহাগ (মোহামেডান)। সুমন রেজা (উত্তর বারিধারা)। মোহাম্মদ জুয়েল (পুলিশ এফসি)। বাদ পড়েছেন: অনূর্ধ্ব-২৩ দলের ৫ ফুটবলার উত্তর বারিধারার গোলকিপার মিতুল মারমা, মোহামেডানের আতিকুজ্জামান, সাইফের আবু শাহেদ, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম।
Leave a Reply