পাথরঘাটা প্রতিনিধি ॥ বঙ্গোসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে ৩ ট্রলারসহ ৩৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড পাথরঘাটা। এ সময় ২০ মণ সামুদ্রিক মাছ জব্দ করেন তারা। গতকাল রবিবার ভোর ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার বিষখালী ও বলেশ্বরের সংযোগ খাল থেকে আটক করে ট্রলার ও মাছসহ জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করেন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের জওয়ানরা। আটককৃত ট্রলারগুলো হলো- নাসিরের মালিকানাধীন এফবি জাহানারা, আবদুল খালেকের মালিকানাধীন এফবি রাহিমা ও আবদুর রহমান মিয়ার মালিকানাধীন এফবি এনি। আটককৃত জেলে ও মালিকদের প্রত্যেকের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের খলিফারহাট গ্রামে। দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে গভীর সমুদ্রে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত একটা থেকে পাথরঘাটা পৌর শহরের পাশে সংযোগ খালে তারা অবস্থান নেন। পরে ভোর ৫টার দিকে ট্রলার তিনটি যাওয়ার পথে তাদের আটক করা হয়। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী ট্রলার ও জেলেদের সকাল ১০টায় দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ মাছগুলো খোলা ডাকে বিক্রি করা হয়েছে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঈদের আগে তারা সাগরে মাছ শিকারে যায়। তাদের ধারণা ছিল, অবরোধের আগেই ঘাটে ফিরে আসতে পারবে। তবে সাগরে মাছ না থাকায় তারা গভীর সমুদ্রে অবস্থান করে। সেখান থেকে ফিরে আসতে দুই দিন সময় লাগায় তারা কোস্ট গার্ডের অভিযানে আটক হয়।
Leave a Reply