নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবন থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন ১৪ বছরের এক কিশোর। রোববার (২৩ মে) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই কিশোরের নাম ফাইয়াজ। সে সরকারি ব্রজমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামানের ছেলে। ফাইয়াজের মা নুরুন্নাহার সন্তানের জন্ম নিবন্ধনের জন্য দুপুরে সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবনে আসেন। নির্ধারিত শাখায় কাজ করার সময় কক্ষের সামনের ব্যালকনিতে অপেক্ষা করছিল ফাইয়াজ। এসময়ে রেলিংয়ের কাছে দুষ্টমি করতে গিয়ে হঠাৎ দোতলা থেকে নিচে পড়ে যায়। ফাইয়াজকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান সিটি কর্পোরেশন মেডিকেল অফিসার ডা. খন্দকার মনজুরুল ইসলাম শুভ্র। তিনি বলেন, ফাইয়াজের সিটি স্কান করা হচ্ছে। পরে যাওয়ার পরে শরীরের কোথাও আঘাত বা রক্ত জমাট বেঁধেছে কিনা সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তার মা-বাবা স্বাভাবিক রয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত চিকিৎসা খরচ বহন করা হচ্ছে।
Leave a Reply