নাজিরপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নাজিরপুরে মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭মে) রাতে থানা পুলিশ তাকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল ইসলাম উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)। সে ওই ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও একই গ্রামের মো. ইউনুস আলী সর্দারের ছেলে। থানা পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে পৃথক ২টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাই অভিযান চালিয়ে তাকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বানিয়ারী বাজারের মোশারেফ শেখের দোকানের কাছ থেকে ওই রাতে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্র জানান, তার বিরুদ্ধে গত ২০১৪ সালে বিএনপি’র পক্ষ হয়ে সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তার নামে অর্ধ ডজন মামলা রয়েছে। তিনি এলাকার হিন্দুদের জমি দখল সহ ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। ওই ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান জানান, নজরুল সর্দার তার সন্ত্রাসী কর্মকা- অব্যাহত রাখতে ২০১৪ সালের পরে যুবলীগে যোগদান করেন।
Leave a Reply