পাথরঘাটা প্রতিনিধি ॥ বরগুনার পাথরঘাটা সংরক্ষিত বনাঞ্চল হরিণঘাটা থেকে ১টি হরিণ শাবক উদ্ধার করেছে বনকর্মীরা। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে বনবিভাগ। হরিনঘাটা বনবিভাগের অফিসকক্ষে হরিনটির চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার হরিণঘাটা বন থেকে উদ্ধার করা হয় ১টি জ্যন্ত হরিণশাবক। প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমা এই দুইয়ের প্রভাবে ৫-৬ফুট পানি বৃদ্ধিপাওয়ায় জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে চলে আসা এই হরিণগুলো স্থানীয় একটি চিহ্নিত মহল পাচারের জন্য গোপনে ধরার চেষ্টা করেছিল। এমন সন্দেহভাজন দুজনকে আটকও করা হয়। তারা হল পশ্চিম বাদুরতলা গ্রামের মুজিবুল হকের ছেলে নূর ইসলাম (৫০) ও মাহমুদ মুন্সির ছেলে নজরুল ইসলাম (৩৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, হরিণঘাটাবন থেকে ১টি হরিণ শাবক সহ দুই ব্যক্তিকে দেখে স্থানীয়রা বন বিভাগকে জানায়। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা হরিণ শাববকসহ দুজনকে আটক করে। হরিনঘাটা বনের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. গোলাম কাওসার জানান, প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে একটি হরিণশাবকসহ ২ জনকে আটক করা হয়। পরে তাদের মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
Leave a Reply