বিদেশ ডেস্ক ॥ মালির সাংবিধানিক আদালত দেশটির সাম্প্রতিক অভ্যুত্থানের নেতা আসিমি গোইটাকে অন্তর্বতী প্রেসিডেন্ট ঘোষণা করেছে। গত বছর আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন তিনি। চলতি সপ্তাহে মালিতে নতুন করে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন গোইটা। অভ্যুত্থানের আগে, তিনি দেশটির উপ-রাষ্ট্রপতি ছিলেন। মালির রাজধানী বামাকোতে অবস্থিত সাংবিধানিক আদালত আসিমি গোইটার নাম অন্তর্বতী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলে সেই পদের শপথ নেন গোইটা। এর আগে, গত বছর আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন গোইটা। সেই সময় প্রেসিডেন্ট হন সদ্য অপসারিত বাহ এন-দাও। সোমবার গোইটার নির্দেশে এন-দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওউয়ানে গ্রেফতার হন। বুধবার গ্রেফতার হওয়া দুই নেতাই পদত্যাগ করেন ও মুক্তি পান। শুক্রবার মালির শীর্ষ আদালত জানায় দেশে নেতৃত্বের সর্বোচ্চ আসনে, অর্থাৎ প্রেসিডেন্ট পদে বসবেন গোইটা। ‘‘অন্তর্বতী প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রের প্রধান’ হবেন গোইটা এবং ‘‘রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়া নিশ্চিত” করবেন তিনি, জানায় আদালত।
Leave a Reply