বিদেশ ডেস্ক ॥ মক্কার পবিত্র কাবা প্রাঙ্গণে ইমাম ও খতিবদের নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। সাধারণত খতিবদের আশপাশে কয়েকজন নিরাপত্তাকর্মী থাকেন। কিন্তু গত শুক্রবার (২৮ মে) জুমার নামাজের সময় মসজিদুল হারামের মিম্বার, মেহরাব ও খতিবদের ঘিরে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২১ মে পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে জুমার খুতবা চলাকালে লাঠি হাতে এক ব্যক্তি মিম্বারের দিকে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মক্কা পুলিশ জানায়, জুমার খুতবা পড়াকালে কাবার ইমাম ও খতিব শায়খ বান্দার বিন বালিলার ওপর হামলাচেষ্টা করা হয়। অভিযুক্ত ব্যক্তি ইহরামের কাপড় পরিহিত ছিল। ৪০ বছর বয়সী এ সৌদি নাগরিক নিজেকে ‘প্রতীক্ষিত মাহদি’ হিসেবে দাবী করেছে বলে আরব নিউজ জানিয়েছে। মসজিদুল হারামে নিযুক্ত নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আল-জাহরানি খতিবের ওপর হামলাচেষ্টার সময় অভিযুক্ত ব্যক্তিকে কুস্তি দিয়ে প্রতিহত করে মাটিতে ফেলে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিরাপত্তাকর্মীকে জাতীয় বীর আখ্যায়িত করে তাঁর ব্যাপক প্রশংসা করা হয়।
Leave a Reply