বিদেশ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে তীব্র শোডাউনের আভাস দিলো চীন। এখন দেশটির একমাত্র জরুরি লক্ষ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়ানো। গত বৃহস্পতিবার চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব জানিয়েছে ইয়াহু নিউজ। এতে পারমাণবিক দিক দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে চীন বলে আশঙ্কা করা হচ্ছে। গ্লোবাল টাইমসে চীনা কমিউনিস্ট পার্টির এই মিডিয়া মুখপত্রের সম্পাদক হু জিজিয়ান এক কলামে লিখেছেন, চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা অবশ্যই এমন পরিমাণে বাড়াতে হবে যা মার্কিন অভিজাতদের কাঁপিয়ে তুলবে। তারা যাতে চীনের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর চিন্তাই না করে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শোডাউনের জন্য চীনের প্রস্তুত থাকা উচিত। মার্কিন কৌশলগত নিয়ন্ত্রণ ক্রমশ তীব্র হয়ে উঠছে। আমি আবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের প্রচুর জরুরি কাজ রয়েছে। তবে সর্বাধিক গুরুত্বপূর্ণগুলোর মধ্যে আছে দ্রুত কমিশনযুক্ত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি করা। এটিই আমেরিকার বিরুদ্ধে চীনের কৌশলগত প্রতিরোধের মূল ভিত্তি
Leave a Reply