আগৈলঝাড়া প্রতিনিধি ॥ “ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় সপ্তাহ ব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মামুন মোল্লা, ডাঃ মিজানুর রহমান, ডাঃ সৈকত জয়ধর, ডাঃ সাবিনা আফরোজ, ডাঃ তানজিলা আক্তার, ডাঃ নুর-ই-জান্নাত বাধন, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১শত ২১টি বিতরণ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন খাওয়ানো হবে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১ হাজার ৬ শত ৬৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন খাওয়ানো হবে। যার মধ্যে ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৫ হাজার ১শত ৯৩ জন।
Leave a Reply