নিজস্ব প্রতিবেদক ॥ প্রাণ-প্রকৃতি রক্ষার রাজনীতিকে বিকশিত করতে আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে বৃক্ষরোপণ শুরু করেছে ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বিকেল ৪টায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব ও বজ্র নিরোধক তালের চারা রোপনের মধ্যে দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, দপ্তর সম্পাদক জান্নাত নিপু, সদস্য সজিব ইসলাম সানি, তাহসান ইসলাম ও জাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ। এসময় জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ বলেন, চলতি বছরে ছাত্র ফেডারেশন বরিশাল শহরের মধ্য ১০ হাজার বৃক্ষরোপণ করবে। একইসাথে তিনি প্রত্যেক মানুষকে অন্তত একটি গাছ লাগিয়ে ১৬ কোটি বৃক্ষরোপন কর্মসূচির সাথে সংহতি জানানোর আহ্বান জানান। উল্লেখ্য, ১বছরে ১৬ কোটি বৃক্ষরোপন চাই এই শ্লোগানকে সামনে রেখে গত ৭ মে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারাদেশে গাছকাটার প্রতিবাদে দেশব্যাপী সকলে মিলে ১৬ কোটি বৃক্ষরোপন করার ঘোষণা দেয়।
Leave a Reply