স্টাফ রিপোর্টার ॥ বরিশাল-২ আসনের অন্তর্গত বানারীপাড়া উপজেলা। এখানকার আরেকটি উপজেলা হলো উজিরপুর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এই দুই উপজেলায় অতীতের সব রেকর্ডকে পিছনে ফেলে শিক্ষার প্রসার ঘটাতে অনেকটা এগিয়ে রয়েছে। এই দুই উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে নতুন নতুন বহুতল ভবন নির্মাণ করে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম শিক্ষা ক্ষেত্রে এক অভূতপূর্ব জাগরণী সৃষ্টি করেছেন। এরই ধারাবাহিকতায় বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন সরকারি মডেল বিদ্যাপিঠে একটি চারতলা বিশিষ্ট তিন হাজারি নতুন ভবনের কাজ শুরু হতে যাচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপির একান্ত প্রচেষ্টায় ২ কোটির বেশি মূল্যে নির্মিত হচ্ছে বিদ্যালয়ের এ নতুন ভবন। সোমবার ৭জুন সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মমকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিপন কুমার সাহা, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোকন কমুার, ঠিকাদারী প্রতিষ্ঠান হালিম এ্যান্ড কোম্পানীর সত্ত্বাধিকারী, বরিশাল সদর উপজেলা আওয়ামীং লীগের সাধারণ সম্পাদক ও আঞ্চলিক দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রকাশক মো. মোফাজ্জেল হোসেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, কৃষক লীগের আহবায়ক এম এ ওহাব এবং প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদারের উপস্থিতিতে প্রাথমিক মাপ সম্পাদন করা হয়েছে। পুরাতন ভবন অপসারণের পরপরই নতুন ভবনের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।
Leave a Reply