বরগুনা প্রতিনিধি ॥ বরিশালের হিজলার পর এবার বরগুনার পাথরঘাটা উপজেলায় রহিমা বেগম (৩২) নামে এক নারী ৩ নবজাতকের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটায় একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ ছেলে সন্তানের জন্ম দেন তিনি। তাদের নাম রাখা হয়েছে রহমত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ। রহিমা বেগম পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মো. মিরাজ হোসেনের স্ত্রী। মিরাজ জেলে শ্রমিক হিসেবে কাজ করেন। রহিমা বেগমের মা নাসিমা বেগম এবং শাশুড়ি লাইলী বেগম বলেন, আল্লাহর ওপর আমরা খুশি। ছেলে সন্তানের জন্য দোয়া করেছি। তিনি দোয়া কবুল করেছেন। এদিকে, একই সঙ্গে ৩ ছেলে সন্তান জন্ম গ্রহণের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ৩ সন্তানের ছবি দিয়ে স্বজনরা দোয়া চেয়েছেন। শাপলা ক্লিনিকের ব্যবস্থাপক মো. মিলন বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রচণ্ড ব্যথা নিয়ে রহিমা বেগমকে তার স্বজনরা ক্লিনিকে নিয়ে আসেন। ডা. বশির আহমেদ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করান। ভূমিষ্ঠ হওয়া থেকে তিন শিশুকে অক্সিজেনে রাখা হয়েছে। চিকিৎসক বশির আহমেদ বলেন, গর্ভের বয়স সাড়ে সাত মাস। এ কারণে বাচ্চাদের মা আশঙ্কামুক্ত হলেও বাচ্চা তিনজন ঝুঁকিতে রয়েছে। নবজাতকদের উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply