গণমানুষের চাহিদা এবং করোনাকাল শ্রমজীবী মানুষের হাহাকার থেকে মুক্তির জন্য চাই গণরেশন এবং নগদ অর্থ সহায়তা। শুধু অর্থ সাহায্য দিলেই হবে না দিতে হবে ভোটের অধিকার। সে জন্য প্রস্তুত থাকতে হবে সামাজিক ও রাজনৈতিক সমস্যা নিরসনকল্পে বাম গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করতে হবে। গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে যৌথ উদ্যোগের মাধ্যমে জোটকে গড়ে তুলতে হবে। আজ সকাল ১০টায় কীর্তনখোলা মিলনায়তনে বরিশাল জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রিয় কমিটির সদস্য এ্যাড. তুষার কান্তি দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা আহবায়ক কমরেড সিকদার হারুন অর রশিদ মাহমুদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কমরেড সাইদুর রহমান, গণসংহতি আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা নেতা মোঃ আরিফুর রহমান মিরাজ প্রমুখ। জেলা নেতৃবৃন্দের বক্তব্যের পর স্থানীয় নেতৃবৃন্দ তাদের স্ব স্ব সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং ভবিষ্যতে জোটকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সভার সঞ্চালকের ভূমিকায় ছিলেন বাসদ জেলা আহবায়ক কমরেড প্রকৌশলী ইমরান হাবিব রুমন। খ: বি:
Leave a Reply