নগরীর চাঁদমারি এম সি অডিটোরিয়ামে নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগরের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগর পরিচালক মুহাম্মাদ আলমগীর হুসাইন এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মুহাম্মাদ রেদওয়ানুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন- সমাজচিন্তক ও সংগঠক মুহাম্মাদ রেজাউল করীম।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন- কাজী নজরুল ইসলাম শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
তিনি আরো বলেন আমাদের উচিৎ কাজী নজরুল ইসলাম কে নিয়ে গবেষণা করা ও তার চেতনার জায়গাকে ধরে রাখা।
অনু্ষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগর শাখার প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।
আরো উপস্থিত ছিলেন নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগর শাখার উপদেষ্টা মুহাম্মাদ জাহিদুল ইসলাম।
Leave a Reply