নিজস্ব প্রতিবেদক ॥ সারা দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল এবং বরিশাল পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান চালিয়েছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৮)। রোববার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা অভিযান চলাকালে তিনটি প্রতিষ্ঠান থেকে ১৪ দালালকে আটক করা হয়। অভিযানে থাকা র্যাব-৮ এর কর্মকর্তা কমান্ডার মেজর জাহাঙ্গীর হোসেন বলেন, আটককৃত ১৪ দালালের মধ্যে ১২ জনকে ১ মাস করে কারাদ- ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র্যাব। সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র্যাবের দালালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি
Leave a Reply